চট্টগ্রামে একদিনেই শনাক্ত সহস্রাধিক রোগী, মরলো ১০ জন

আপডেট: ১৪ জুলাই ২০২১ ১২:৩৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ জুলাই, ২০২১ বুধবার ১২:৩০ এএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে শনাক্ত হয়েছে ১ হাজার ৩ জন করোনা পজিটিভ রোগী। যা চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ শনাক্ত। একইদিনে এ ভাইরাস প্রাণ নিয়েছে আরও ১০ জনের। যাদের মধ্যে ৬ জন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ও কক্সবাজারের মোট ১২ ল্যাবে এদিন করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৮৬৯ জনের। যার মধ্যে ১ হাজার ৩ জন শনাক্ত হয়েছেন পজিটিভ হিসেবে। এদের মধ্যে নগরের ৬৫২ জন এবং উপজেলার ৩৫১ জন রয়েছে।

এদিকে উপজেলার মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে হাটহাজারীতে। এ উপজেলায় শনাক্ত হয়েছে ৭৫ জন রোগী।

এনিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৮৭ জনে এবং মোট ৮ শ জনের প্রাণ কেড়েছে এ ভাইরাস।

সিএস

Print This Post Print This Post