
সিএস ডেস্ক | আপডেট : ৫ মে, ২০২১ বুধবার ০৫:৫০ পিএম
হাটহাজারীতে তাণ্ডব ও সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।
বুধবার (৫ মে) বিকেল ৫টার দিকে কক্সবাজারের চকোরিয়া থেকে আত্মগোপনে থাকা এ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মাসুম।
গ্রেফতার জাকারিয়া নোমান ফয়েজী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শূরা সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদরাসার পরিচালক মরহুম আল্লামা নোমান ফয়েজীর পুত্র।
আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘আজ (বুধবার) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে কক্সবাজার জেলার চকরিয়া থেকে জেলা ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে।’
এর আগে গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থীরা থানায় হামলা চালালে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এর পরপরই বিক্ষুব্ধ ছাত্ররা হাটহাজারী থানা, ডাকবাংলো, সহকারী কমিশনার (ভূমি) ও সদর ইউনিয়ন ভূমি অফিসে হামলা চালান।
সিএস
