সিএস ডেস্ক | আপডেট : ২৭ এপ্রিল, ২০২১ মঙ্গলবার ১১:১০ পিএম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দু্ইজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ‘সিএমসি ক্যাফে’র সামনে এ ঘটনা ঘটে।
আহত দুই জনের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক ৫৪তম এমবিবিএস ব্যাচের রানা। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকে কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে দুইজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সিএস
Print This Post