
সিএস ডেস্ক | আপডেট : ২৪ এপ্রিল, ২০২১ শনিবার ০৮:০০ এএম
গত ২২ এপ্রিল একটি অনলাইন পোর্টালে ‘ইপিজেড থানার সোর্স পরিচয় দেয়া রিয়াজকে ‘ম্যানেজ’ করে চলছে দূরপাল্লার যাত্রী পরিবহন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ব্যবসায়ী মো. রিয়াজ।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার গাড়ি লকডাউনে গাড়ি চলাচল করার ব্যাপারে পারমিশন দেয়ার ক্ষমতা নেই। আমি এই নিউজের তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেছেন, প্রকৃত সত্য হলো যে, প্রতিবেদনে উল্লেখিত দিনে একটি গাড়ি আটক হয় আমার এক বন্ধুর। সেই গাড়ি ছাড়াতেই মূলত আমার পরামর্শের জন্য আমাকে বন্ধু ফোন দেয়। প্রতিবেদনে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যা কোনভাবেই কাম্য নয়। গাড়ি থেকে টাকা নেয়ার বিষয়টিও সত্য নয়। আর থানার সাথে আমি কোনপ্রকার সখ্যতা আগেও ছিল না, এখনও নেই। আমাকে মূলত হেয়প্রতিপন্ন করার জন্য, বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য আমার বিরুদ্ধে এসব মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে।
তাছাড়া প্রতিবেদনে উল্লেখিত কোনপ্রকার কাটিং বাণিজ্যের সাথে আমি কখনই জড়িত ছিলাম না এবং কাউন্টারের টিকেট বিক্রেতা জুয়েলের সাথেও আমার কথা হয়নি।
স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে মিথ্যা ঘটনা সমর্থন করতে পারেন না বিধায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তি
