করোনা: চট্টগ্রামে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ৪:১৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ এপ্রিল, ২০২১ সোমবার ০৪:১০ এএম

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৬টি এবং কক্সবাজারের একটি ল্যাবে মোট এক হাজার ৩৮টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ২৯৩ জন। গতকালের তুলনায় শনাক্ত বেড়েছে ৪৩ জন। একইসময়ে মৃত্যুবরণ করেছে পাঁচজন। যা গতকালের তুলনায় দুইজন কম।
এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ২২৭ জনে এবং সর্বমোট ৪৬৪ জনের মৃত্যু হল।

সোমবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কতৃক প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে মোট ২১৩টি করোনার নমুনার বিপরীতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৬০জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৬৩ জনের নমুনা পরীক্ষায় মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ৫২ জন।

এইদিন চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে কোনপ্রকার করোনার নমুনা পরীক্ষা না হলেও আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৫০ জনের, ইম্পেরিয়াল হাসপাতালে ১৮৮ জনের, শেভরন ক্লিনিক ল্যাবে ২২৬ জনের, আরটিআরএল ল্যাবে ৬৯ জনের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২৩০ নমুনা পরীক্ষা করা হয়।

এতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৯ জনের, ইম্পেরিয়ালে ৫১ জনের, শেভরনে ২৭ জনের, আরটিআরএল ল্যাবে ৩৯ এবং চবি ল্যাবে ৬০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

সিএস

Print This Post Print This Post