নতুন শনাক্ত ৬০২৮

করোনা: সারাদেশে ২৪ ঘন্টায় মৃত্যুমিছিলে আরও ৬৯ জন

আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ৫:৫১ অপরাহ্ন

সিএস ডেস্ক | আপডেট : ১৩ এপ্রিল, ২০২১ মঙ্গলবার ০৫:৫০ পিএম

করোনায় ২৪ ঘণ্টায় আরো ৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮৯১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ২৮ জন। মোট শনাক্ত ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৪৮৫৩ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২৫৫ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৩হাজার ৬১৮টি নমুনা সংগ্রহ এবং ৩২ হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫০ লাখ ৭০ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২শতাংশ।

সিএস

Print This Post Print This Post