
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ এপ্রিল, ২০২১ শনিবার ০১:৩০ পিএম
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল লতিফ (৬৫) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. আবদুল লতিফের (৬৫) বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের ছাত্র ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক (জিএম) ডা. মো. সেলিম জানান, ডা. লতিফ গত ৯ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি মেট্রোপলিটন হাসপাতালে পরিচালক ছিলেন।
সিএস
