মসজিদ-মন্দিরে ইপিজেড থানা পুলিশের মাস্ক বিলি

আপডেট: ৫ এপ্রিল ২০২১ ৮:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ এপ্রিল, ২০২১ সোমবার ০৮:৫০ পিএম

করোনা সংক্রমণ রোধে চট্টগ্রামের ইপিজেড থানা পুলিশের উদ্যোগে মসজিদ, মন্দির ও প্যাগোডায় হাজারেরও বেশি মাস্ক বিতরন করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে ইপিজেড এলাকার প্রায় অর্ধশতাধিক ধর্মীয় উপাসনালয়ে এ মাস্ক বিতরণ করা হয়।

পুলিশ জানায়, প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছেই। এ ভাইরাস থেকে বাঁচতে মাস্কের বিকল্প নেই। তাই সাধারণ মানুষকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচি।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘আমরা ইপিজেড এলাকার প্রত্যেকটি মসজিদ, মন্দির এবং প্যাগোডায় ঘুরে ঘুরে কয়েক হাজার মাস্ক বিতরণ করেছি। করোনা মহামারী সম্পর্কে সবাইকে সচেতন করাই এর মুখ্য উদ্দেশ্যে।’

এসময় তিনি মসজিদ-মন্দিরে আগত মুসল্লীগণ ও উপাসনাকারীদের যথাযথ স্বাস্হ্যবিধি মানাতে উদ্ভুদ্ধ করার জন্য ইমাম, পুরোহিত এবং ভিক্ষুদের সহযোগিতা কামনা করেন।

রবিউল হোসেন রবি /সিএস