স্পোর্টস ডেস্ক | আপডেট : ৫ মার্চ, ২০২১ শুক্রবার ০১:৪৭ পিএম
চট্রগ্রামে আয়ারলেন্ড উলভসের এক ক্রিকেটারের করোনা শনাক্ত হওয়ায় বাংলাদেশ ইমার্জিং দলের সাথে চলমান প্রথম ওয়ানডে ম্যাচ স্থগিত করা হয়েচে। এরপর সবার কোভিড টেস্ট করা হবে। দ্বিতীয় ওয়ানডে নিয়ে সিদ্বান্ত নেয়া হবে টেস্টের পরে।
এই ভেন্যুতে ৫, ৭, ৯ মার্চ সিরিজের প্রথম তিন ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগার ইমার্জিং দল ও আইরিসরা। আর এর মধ্য দিয়েই শেষ হওয়ার কথা ছিল চট্টগ্রাম পর্বের খেলা।
চট্টগ্রাম পর্ব শেষে দুই দল আসবে ঢাকায়। ১২, ১৪ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে। একই ভেন্যুতে টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৭, ১৮ মার্চ। সিরিজ খেলে ১৯ মার্চ ঢাকা ছাড়বে অতিথিরা।
সিএস