নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১ বুধবার ১১:০০ পিএম
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুই ছাত্রনেতা হলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল।
সম্প্রতি নগর ছাত্রলীগের ১৩টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। হাজী মুহাম্মদ মহসিন কলেজসহ কয়েকটি ইউনিটে পাল্টা কমিটি দেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল। যার কারণে কেন্দ্র এমন পদক্ষেপ নিয়েছে।—এমনটাই দাবি করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা।
এই বিষয়ে জানতে বহিষ্কার হওয়া নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি নগর ছাত্রলীগের ১৩টি ইউনিটের আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আর তার পরই নগরে মহসিন কলেজ ছাত্রলীগসহ কয়েকটি ইউনিটের পদবঞ্চিতরা বিক্ষোভ করেন।
এসএ
Print This Post