চট্টগ্রামের ৬ প্রবাসীর মৃত্যু মদিনার অগ্নিকাণ্ডে

আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২১ ৬:০২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১ বৃহস্পতিবার ০৬:০০ এএম

সৌদি আরবের মদিনায় সোফা কারখানায় আগুন লেগে ৬ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও তাদের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজার বলে জানা গেছে।

প্রবাসীরা জানান, সৌদি আরবের মদিনায় বারমাই (রহিঙ্গা) পাড়ায় ছোট্ট একটি সোফা তৈরীর কারখানায় রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে সাতজনের মধ্যে একজন প্রাণে বেঁচে গেলেও অন্য ছয়জন আগুনে পুড়ে মারা যান। তাদের মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া সদরের দক্ষিণ সুখছড়ী দরবার শরীফ এলাকার মিজান ও আরাফাত নামে আপন দুই ভাই মারা যাওয়ার তথ্য দিচ্ছেন প্রবাসীরা।

অন্যদিকে বেশ কয়েকজন প্রবাসী নিহতদের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা বলেও দাবি করে ফেসবুকে পোস্ট করছেন।

সিএস

Print This Post Print This Post