চট্টগ্রামের ৬ প্রবাসীর মৃত্যু মদিনার অগ্নিকাণ্ডে

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১ বৃহস্পতিবার ০৬:০০ এএম

সৌদি আরবের মদিনায় সোফা কারখানায় আগুন লেগে ৬ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও তাদের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজার বলে জানা গেছে।

প্রবাসীরা জানান, সৌদি আরবের মদিনায় বারমাই (রহিঙ্গা) পাড়ায় ছোট্ট একটি সোফা তৈরীর কারখানায় রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে সাতজনের মধ্যে একজন প্রাণে বেঁচে গেলেও অন্য ছয়জন আগুনে পুড়ে মারা যান। তাদের মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া সদরের দক্ষিণ সুখছড়ী দরবার শরীফ এলাকার মিজান ও আরাফাত নামে আপন দুই ভাই মারা যাওয়ার তথ্য দিচ্ছেন প্রবাসীরা।

অন্যদিকে বেশ কয়েকজন প্রবাসী নিহতদের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা বলেও দাবি করে ফেসবুকে পোস্ট করছেন।

সিএস

Print This Post