আইআইইউসি সাংবাদিক সমিতির কমিটি ঘোষণা

আপডেট: ২৬ জানুয়ারী ২০২১ ৭:৫৬ অপরাহ্ন

আইআইইউসি প্রতিনিধি | আপডেট : ২৬ জানুয়ারি, ২০২১ মঙ্গলবার ০৭:৩০ পিএম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)তে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (আইআইইউসিসাস)’ ২০২১ কার্যবর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে দৈনিক অধিকারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আনোয়ার হোসেন লিমনকে সভাপতি পদে ও দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি পদে মুহাম্মদ সায়েমুল ইসলাম সায়েম (সম্পাদক, নাফটুডে২৪ ডট কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রেদওয়ান ইসলাম শিপলু (স্টুডেন্ট জার্নাল), কোষাধ্যক্ষ পদে আসিফুল ইসলাম (মিরসরাইনিউজ টুয়েন্টিফোর ডট কম), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ সাদিক আজিজ (চিটাগং ক্যাম্পাস টুয়েন্টিফোর ডট কম), পাঠাগার সম্পাদক পদে আসিফ ইকবাল (দৈনিক আলোর দিগন্ত), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে মোঃ আরশাদ রবিন (ডেইলি বাংলাদেশ বার্তা)।

এছাড়া সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য হিসাবে রাখা হয় এবিএস সায়েম, মাসুদ হিমন, ও আজমাইন ফায়েককে।

আই/আরএইচ

Print This Post Print This Post