চসিক নির্বাচন ২০২১

ষোলশহরে নৌকার প্রচার মিছিলে ককটেল হামলা

আপডেট: ২১ জানুয়ারী ২০২১ ১০:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ জানুয়ারি, ২০২১ বৃহস্পতিবার ১০:০৭ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে ঘিরে সহিংসতা দিন দিন বাড়ছেই। এবার আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে যুবলীগের প্রচার মিছিলে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ককটেল হামলার প্রতিবাদে নগরের কুলগাঁও বালুচড়া এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শাখাওয়াত হোসেন স্বপন জানান, রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে যুবলীগের একটি মিছিল ষোলশহর থেকে শুরু হয়। মিছিলটি ফরেস্ট গেইট এলাকায় আসলে দুর্বৃত্তরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, যুবলীগের মিছিলে ককটেল হামলার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরএইচ/সিএস

Print This Post Print This Post