
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জানুয়ারি, ২০২১ বুধবার ১০:৩০ পিএম
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ চলাকালে নগরের একটি প্রশিক্ষণকেন্দ্রে হামালা চালানোর অভিযোগ উঠেছে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহদাত হোসেনের সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার (২০ জানুয়ারি) নগরের আকবর শাহ থানার পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
তবে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বলছেন, ওই কলেজের অধ্যক্ষের সঙ্গে অভ্যন্তরীন ঝামেলা হতে পারে, এটি নির্বাচনী প্রশিক্ষণার্থীদের ওপর কোনো হামলা নয়।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, বিএনপি প্রার্থীর সমর্থকরা স্কুলে ঢুকে অধ্যক্ষ ও স্কুল সংশ্লিষ্টদের সঙ্গে বিবাদে জড়ায় এবং স্কুলে ভাঙচুর চালায়। এসময় ওই স্কুলে নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছিল।
এ ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, প্রশিক্ষণ চলাকালে একটি ঘটনা ঘটেছে। তবে তা নির্বাচনী প্রশিক্ষণ সংশ্লিষ্ট কারও সঙ্গে না। এটি ওই স্কুলের অধ্যক্ষ বা স্কুল সংশ্লিষ্টদের সঙ্গে।
সিএস
