সস্ত্রীক করোনার কবলে অভিনেতা তৌসিফ মাহবুব

আপডেট: ২ ডিসেম্বর ২০২০ ৪:৩০ অপরাহ্ন

বিনোদন ডেস্ক | আপডেট : ২ ডিসেম্বর, ২০২০ বুধবার ০৪:৩০ পিএম

দেশের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব করোনায় আক্রান্ত হয়েছেন। তার সঙ্গে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ শ্বশুরবাড়ির সবারই করোনা পজিটিভি। এই তথ্য তৌসিফ নিজেই নিশ্চিত করলেন।

মঙ্গবলবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারার সঙ্গে হাসপাতালের একটি ছবি পোস্ট করেন তৌসিফ। সেখানেই তিনি জানান করোনায় আক্রান্ত হওয়ার তথ্যটি।

ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন সেই আশা করি। ছবিটি পুরাতন, কিন্তু বউটা এইবার অনেক অসুস্থ। করোনা। শুধু বউ না, শ্বশুর বাড়িতে সবাই। আমিও। দোয়া করবেন প্লিজ।’

জানা গেছে, করোনায় আক্রান্ত হলেও সবাই বাসাতেই রয়েছেন। তবে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ।

২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ে করেন তৌসিফ-জারা। সুখী দম্পতি হিসেবে তাদের বেশ সুনাম রয়েছে।

আরএস

Print This Post Print This Post