১১ বছরের পুরনো স্মৃতি নিয়ে নিরব-অপু চট্টগ্রামে

আপডেট: ৬ নভেম্বর ২০২০ ২:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ নভেম্বর, ২০২০ শুক্রবার ০২:০০ পিএম

২০০৯ সালের কথা। নায়ক নিরব তখন স্কুলের ছাত্র। তখনই অপু বিশ্বাসের সাথে প্রথম কাজে সুযোগ হয় তাঁর। এরপর কেটে গেল ১১টি বছর। আবারও কাজ করার সুযোগ এলো নায়ক নিরবের ক্যারিয়ারে প্রথম নায়িকা অপু বিশ্বাসের সাথে। নিরব-অপু জুটি আবারও সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে সরকারি অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’-তে। আর তাতে অংশ নিতেই স্মৃতিকাতর নিরব-অপু শুটিং এর কাজে এসেছেন চট্টগ্রামে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উড়োজাহাজে চেপে তাঁরা রওনা দেন চট্টগ্রামের উদ্দেশে। জাহাজের সিটে পাশাপাশি বসা দুজনার সেলফিও পাঠিয়েছেন দেশের শীর্ষ এক গণমাধ্যমকে।

নিরব বলেন, ‘সত্যি বলতে যখন আমি প্রথম কাজ করি, তখন স্কুলের ছাত্র! ২০০৯ সালের কথা। তো ১১ বছর পর আবার আমরা একটা ছবি করছি। দুজনের জন্যই বিষয়টি স্মৃতিকাতর একটা বিষয়! আমরা বারবার নিজেদের সঙ্গে গল্প করছি ১১ বছর আগের শুটিং নিয়ে।’

আরও বলেন, ‘ছবির গল্পটা ভালো। নির্মাতা ভালো। সরকারি অনুদান রয়েছে। প্রায় দুই কোটি টাকা বাজেট। একটানা ২৩ দিন শুটিং করবো চট্টগ্রামে। সব মিলিয়ে আমরা খুবই আশাবাদী ছবিটি নিয়ে।’

জানা গেছে, চা বাগান শ্রমিকদের সুখ-দুঃখ নিয়ে নির্মিত হচ্ছে ‘ছায়াবৃক্ষ’।

অপু বিশ্বাস বলেন, ‘চা শ্রমিকদের গল্প নিয়ে ছবিটি। এর বেশি বলা যাবে না। পর্দায় দেখার জন্য অপেক্ষা করতে হবে। ১১ বছর পর আমি আর নিরব একসঙ্গে কাজ করছি, সেটিও এই ছবির অন্যতম দিক।’

নিরব-অপু ছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ।

প্রসঙ্গত, অপু-নিরব অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মন যেখানে হৃদয় সেখানে’ মুক্তি পায় ২০০৯ সালে। ছবিটি পরিচালনা করেছিলেন শাহীন সুমন।

আরএইচ

Print This Post Print This Post