বিনোদন ডেস্ক | আপডেট : ১ নভেম্বর, ২০২০ রবিবার ০২:১৩ পিএম
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে অবমাননা করে কার্টুন প্রকাশ করার পর প্রতিবাদে উত্তাল হয়েছে মুসলিম বিশ্ব। কার্টুন আঁকা সেই ব্যাক্তির পক্ষ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বিরূপ মন্তব্যের কারণে সেই উত্তেজনার আগুন দ্বিগুন হয়েছে।
এ পরিস্থিতিতে আরব বিশ্বের দেশগুলো ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও প্রতিবাদে সরব হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট’ ট্রেন্ড চলছে এখন।
এবার প্রতিবাদ জানালেন, দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
রোববার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হযরত মুহাম্মদ (সা:)। আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তার সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না।
আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম (সা:)-কে নিয়ে ব্যাঙ্গ, বিদ্রুপ এবং সকলপ্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই।’
তানজিন তিশার ওই পোস্টকে সাধুবাদ জানিয়েছেন তার ভক্তরা। পোস্টে হু হু করে বাড়ছে লাইক, হচ্ছে শেয়ার। অনেকে প্রশংসা করে মন্তব্যও করছেন এ অভিনেত্রীর।
সিএস
Print This Post