
চবি প্রতিনিধি | আপডেট : ২৮ অক্টোবর, ২০২০ বুধবার ০৪:০০ পিএম
না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি খান তৌহিদ ওসমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত তিনটায় তিনি নিজ বাসায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. শফীকুল ইসলাম।
মো. শফীকুল ইসলাম বলেন, অধ্যাপক তৌহিদ ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সপ্তাহ খানেক আগে উনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে বাসায় নিয়ে যাওয়া হয়।’
‘উনার মরদেহ গাজীপুরের কাপাসিয়ার নারায়ণপুর গ্রামে নিয়ে সেখানে দাফন করা হবে।’—যোগ করেন তিনি।
অধ্যাপক খান তৌহিদ ওসমান জীববিজ্ঞান অনুষদের ডিনও ছিলেন। তাছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার শোক প্রকাশ করেছেন।
একেএস/আরএইচ
