সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১৯ অক্টোবর, ২০২০ সোমবার ০৭:৪০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায় অবস্থিত রড তৈরীর কারখানা জিপিএইচ ইস্পাত কারখানায় ফার্ণেস বিস্ফারণে ৩ শ্রমিক মারাত্বকভাবে দগ্ধ হয়েছে।
সোমবার(১৯ অক্টোবর) বেলা ১১ টার সময় এ দগ্ধের ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন— চট্টগ্রামের আনোয়ারা থানার রায়পুর এলাকার হাফেজ জাকির হোসেনের পুত্র মফিজুর রহমান (২৮), বাগেরহাট জেলার রামগঞ্জ উপজেলার দাবোলিয়া এলাকার সালাম শেখের পুত্র আবু সাঈদ (৩৭) ও সীতাকুণ্ডের মুহুরিপাড়া এলাকার রবীন্দ্র দাসের পুত্র শিমুল দাস (২৯)।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, সকালে কারখানায় কাজ করার সময় হঠাৎ ফার্ণেস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উত্তপ্ত আগুণের শিখা গায়ে পড়ে তিন শ্রমিক মারাত্বকভাবে দগ্ধ হয়।
তিনি জানান, দগ্ধ তিন শ্রমিক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন তালুকদার জানান, দগ্ধ তিন শ্রমিকের মধ্যে আবু সাঈদ ও মফিজুর রহমানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ তিনজনেই হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
এনএকে/আএইচ