নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ অক্টোবর, ২০২০ বুধবার ০১:০০ পিএম
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় এক ছাত্রলীগের নেতাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে বারইয়ারহাট পৌর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
মিরসরাই উপজেলাধীন জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌর বাজার থেকে ৪ লাখ ৭৭ হাজার ৫’শ টাকার (৯৫৫ পিস) ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন- জোরারগঞ্জ থানার হিংগুলি ইউনিয়নের রফিক উদ্দিনের ছেলে উপজেলা ছাত্রলীগের সদস্য আবদুল্লাহ আল নোমান (২৪) ও নগরীর মুরাদপুর এলাকার আবুল কালামের ছেলে মো. নজরুল ইসলাম (২৬)।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, র্যাব-৭ ফেনী গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাটস্থ শাহ আমানত হোটেলের ভেতরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল ওই হোটেলে উপস্থিত হওয়া মাত্রই র্যাবের উপস্থিতির টের পেয়ে ২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের তল্লাশি করে তাদের নিকট হতে সর্বমোট ৯৫৫ (নয়শত পঞ্চান্ন) পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আসামিদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সীমান্তবর্তী এলাকা হতে ফেনী চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৭৭ হাজার ৫০০ শত টাকা।
গ্রেফতার দুই আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল ইকবাল চৌধুরী বলেন, কারো ব্যক্তিগত অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না। আমরা নোমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো এবং তাকে স্থায়ীভাবে শুধু উপজেলা ছাত্রলীগের সদস্য পদ নয়, সংগঠন থেকেও বহিস্কার করা হবে।
আরএইচ
Print This Post