কাস্টম হাউজে ২৯ পদে রদবদল

আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ৩:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০৩:১৫ পিএম

চট্টগ্রাম কাস্টম হাউসে ব্যাপক রদবদল করা হয়েছে। রাজস্ব প্রশাসন শাখায় কাজের গতিশীলতা বৃদ্ধি ও করদাতা বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে উনত্রিশ পদে রদবদল হয়েছে বলে জানিয়েছে কাস্টম হাউস কতৃপক্ষ।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) জনস্বার্থে এ আদেশ কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা যায় উপ-কমিশনার পদে হাসনাইন মাহমুদ শুল্কায়ন ৫ থেকে শুল্কায়ন ৯, মো. পায়েল পাশা শুল্কায়ন ৯ থেকে শুল্কায়ন ৮, রিয়াদুল ইসলাম শুল্কায়ন ৮ থেকে জেটি পরীক্ষণ, আল-আমিন শুল্কায়ন ৫ থেকে এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট, এ কে এম সুলতান মাহমুদ শুল্কায়ন ২ থেকে শুল্কায়ন ৫, নিতীশ বিশ্বাস শুল্কায়ন ৭ থেকে এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট, রোকসানা খাতুন এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট থেকে শুল্কায়ন ৮, ফরিদ আল মামুন নিলাম শাখা থেকে জেটি পরীক্ষণ, ফয়সাল বিন রহমান শুল্কায়ন ৬ থেকে নিলাম শাখায় বদলি হয়েছেন।

এছাড়া সুমন চাকমা সদ্য যোগদান করেছেন শুল্কায়ন ৮-এ এবং মো. আব্দুল আলীম শুল্কায়ন ৬-এ দায়িত্বে আছেন, যার নাম বদলি আদেশে উল্লেখিত। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কাজের গতিশীলতা ধরে রেখে কাজ করবেন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা।

একইভাবে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারি কমিশনারগণের আভ্যন্তরীণ বদলি হয়। বদলি হওয়া সহকারি কমিশনারগণ হলেন- আলী রেজা হায়দার, নূর-এ-হাসনা-সানজিদা আনসূরা, মুনাওয়ার মুরসালিন, পূরবী সাহা, রেজাউল করিম, প্রণয় চাকমা, আমিনুল ইসলাম, মো. মূছা খান, মো. নূরে আলম, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. আবুল হোসেন সরদার, মো. মাসুদ হাসান, মো. আবদুর রহমান ও মো. শওকত আলী।

এছাড়া উত্তম চাকমার নাম বদলি আদেশে উল্লেখিত এবং সাগর সেন ও ওমর মবিন সদ্য যোগদান করেছেন। এ বিজ্ঞপ্তির অনুলিপি এডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, সিস্টেম এনালিস্ট, ডেপুটি এ্যাসিস্ট্যান্ট কমিশনার, রাজস্ব কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, প্রটোকল অফিসার টু কমিশনার, পিএ টু কমিশনার সহ অফিস সুপারের কাছে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করেছেন।

সিভয়েস/ আরএস/এসএইচ

Print This Post Print This Post