পদত্যাগ করলেন চবির সহকারী প্রক্টর ড. হানিফ মিয়া

আপডেট: ২১ জুলাই ২০২০ ৫:২১ অপরাহ্ন

চবি প্রতিনিধি | আপডেট : ২১ জুলাই, ২০২০ মঙ্গলবার ০৫:০০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হানিফ মিয়া পদত্যাগ করেছেন। রবিবার (১৯ জুলাই) পদ থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট পদত্যাগপত্র জমা দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশের অভিযোগ, গত ১৬ এপ্রিল করোনা পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে লকডাউন থাকা অবস্থায় জীববিজ্ঞান অনুষদের পুকুর থেকে বড় একটি কাতলা মাছ ধরে নিয়ে যান। পরে মাছের ছবিসহ ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন ড. হানিফ মিয়া। এতে নানা সমালোচনার শুরু হয়।

সহকারী প্রক্টর ড.হানিফ মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ধরা মাছের ভাগ ক্যাম্পাসের ঊর্ধতন ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করে প্রশাসনসহ অন্যান্যরা। এ ঘটনার পর ইউজিসি তদন্ত কমিটি গঠন পর সেখানে পদত্যাগ করতে বলা হলেও তা সম্ভব হয়ে উঠেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের চাপের কারণে।

সিটিজিসান ডটকম/সিএস