বিদেশ যেতে চট্টগ্রাম থেকে যেভাবে নিবেন করোনা সনদ

আপডেট: ২০ জুলাই ২০২০ ১২:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জুলাই, ২০২০ সোমবার ১২:৩২ পিএম

বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশগামী সকল যাত্রীদের জন্য করোনাভাইরাসের পরীক্ষা করাতে ১৬টি কেন্দ্র নির্ধারিত করে দিয়েছে সরকার।এসব কেন্দ্র থেকে করোনাভাইরাসের পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে তবেই বিমানে ওঠা যাবে। এ প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে বিদেশ যেতে করোনা সনদ নেয়ার জন্য একটি নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

রবিবার (১৯ জুলাই) এক চিঠিতে চট্টগ্রাম থেকে বিদেশে গমনেচ্ছুকদের করোনার নমুনা প্রদান, পরীক্ষা ও সনদ প্রদান বিষয়ক একটি নির্দেশনা দিয়েছেন তিনি।

চট্টগ্রাম থেকে বিদেশ যেতে করোনা সনদ নেবেন যেভাবে

• বিদেশ যাত্রার ৭২ ঘন্টা আগে সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থাপিত বিশেষ বুথে নমুনা প্রদান করা যাবে।

• নমুনা প্রদানের আগে ৩ হাজার ৫০০ টাকা দিয়ে  সিভিল সার্জনের কার্যালয় সংলগ্ন ইপিআই ভবনের নীচ তলায় স্ব শরীরে এসে  রশীদ সংগ্রহ করতে হবে।

• অঙ্গীকার করতে হবে যে, নমুনা দেওয়ার পর থেকে বিদেশ যাওয়ার পূর্ব পর্যন্ত আইসোলেশনে থাকবেন এবং স্বাস্থ্য বিভাগ কর্তৃক দেওয়া স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

• রশিদ সংগ্রহ করার সময় বিমানের টিকিট, পাসপোর্ট কপি উপস্থাপন করতে হবে।

• নমুনা দেওয়ার দিনকে প্রথম দিন হিসাব করে এর তিনদিন পর নমুনা পরীক্ষার ফলাফলের সার্টিফিকেট পাওয়া যাবে।

• নমুনা প্রদান,পরীক্ষা,সার্টিফিকেটসহ যে কোন তথ্যের জন্য সিভিল সার্জন কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুমের হটলাইন (০৩১-৬৩৪৮৪৩, ০১৮৯৩৩৮৯৩৪৪) যোগাযোগ করা যাবে।

প্রসঙ্গত গত ১২ই জুলাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে জানায় যে,  আগামী ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশ গমনকারীদের জন্য করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার সনদ (নেগেটিভ) নেয়া বাধ্যতামূলক করেছে সরকার। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মধ্যেই সনদ থাকার বাধ্যবাধকতার নোটিশ জারি করেছে তাদের ওয়েবসাইটে।

সিটিজিসান ডটকম/আরএইচ

 

 

Print This Post Print This Post