পোশাক শ্রমিকদের জীবন নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’

আপডেট: ১৪ জুলাই ২০২০ ৪:৫৫ অপরাহ্ন

বিনোদন ডেস্ক | আপডেট : ১৪ জুলাই, ২০২০ মঙ্গলবার ০১:৫০ পিএম

ফারুক মইনউদ্দিনের শরীরবৃত্তীয় ছোট গল্প অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’ নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন অনিক কান্তি সরকার, চিত্রগ্রহণ করছেন ফরহাদ হোসেন।

নির্মাতা বয়াতি বলেন, ‘গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশ সরবরাহ করে। কিন্তু যাদের ঘামে-শ্রমে এই আয় হয়, তাদের জীবন স্বাভাবিকভাবে চলে কি?

করোনাকালীন সময়ে তারা মানবেতর জীবন যাপন করছে। প্রতিদিন ধর্ষিত হচ্ছে কর্মজীবী নারীরা। আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে অস্বাভাবিক পরিবেশে। মানবিক এই গল্পটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

বাংলাএক্সপ্রেস ফিল্মস এর ইউটিউব চ্যানেলে আগামী ১৬ জুলাই সন্ধ্যা ৬টা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্নধার পারভেজ চৌধুরী।

চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, জয়িতা মাহলানবীশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post