করোনাযুদ্ধে হেরে গেলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এহসান

আপডেট: ৩ জুন ২০২০ ৬:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৩ জুন, ২০২০ বুধবার ০৬: ২৫ পিএম

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের ইউএসটিসি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এহসান করিম (৪২) করোনা মারা গেছেন।

বুধবার (০৩ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, ডা. এহসান শরীরে করোনা নিয়ে হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে ডা. ডা. এহসান করিমের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে প্রথম এই কোন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিঁনি একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। মানুষের চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন ওই চিকিৎসক। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। এছাড়া তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চট্টগ্রামের চিকিৎসকদের মধ্যে।

সিটিজিসান ডটকম/সিএস