ফটিকছড়িতে ইউপি সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় চেয়ারম্যান গ্রেফতার

আপডেট: ২৬ মে ২০২০ ৬:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৬ মে, ২০২০ মঙ্গলবার ০৬:২৭ পিএম

ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের চৌমুহনী বাজারে ইউপি সদস্য হত্যাকাণ্ডের এজাহার নামীয় আসামি খিরাম ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনক ও আবুল বশর নামে একজনকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ-আল-মাসুমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পূর্ব শত্রুতার জেরে গতকাল সোমবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য মো. জব্বারকে (৪০) গুলি করে হত্যা করা হয়

পরে নিহত আব্দুল জব্বারের ভাই মোহাম্মদ জাবেদ ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা (মামলা নং ১৮) দায়ের করেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, ‘ইউপি সদস্য হত্যা মামলার প্রেক্ষিতে খিরাম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোহারাব হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে রবিবার (২৪ মে) রাতে সোহরাব চেয়ারম্যান ও জব্বার মেম্বারের অনুসারীদের মধ্যে খিরাম বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনা ঘটে।

সিটিজিসান ডটকম/আরএইচ