হেলিকপ্টারযোগে রাঙ্গামাটিতে ৩৮০ পরিবারকে ত্রাণ দিল সেনাবাহিনী

আপডেট: ৭ মে ২০২০ ৪:৪১ অপরাহ্ন

রাঙ্গামাটি | আপডেট : ০৭ মে, ২০২০ বৃহস্পতিবার ০৪:৩০ পিএম

রাঙ্গামাটি জেলার বিভিন্ন দূর্গম এলাকায় অসামরিক প্রশাসনের অনুরোধক্রমে বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টারে করে ৩৮০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য সরকারী ত্রাণ পৌঁছে দেয়। এসময় ওই এলাকায় ৪০০০ কেজি ওজনের বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। এসব সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, আলু ও সাবান ।

বৃস্পতিবার (৭ মে) সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে ‘আর্মি এভিয়েশন’এর একটি বিশেষ হেলিকপ্টারযোগে এই ত্রান সামগ্রী দেওয়া হয়।

এসময় রাঙ্গামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, রাঙ্গামাটি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল এ এস এম ফয়সাল, মেজর মোঃ মহিউদ্দিন ফারুকীসহ স্থানীয় হেডম্যান এবং কারবারীগণ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার বলেন, ‘শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন- এই মূল মন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে সন্ত্রাস দমন অভিযানের পাশাপাশি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।’

এ ব্যাপারে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পাশাপাশি যে কোন দূর্যোগ মোকাবেলা, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদানসহ সকল প্রকার উন্নয়নমূলক কর্মকান্ডে বাংলাদেশ সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এবং ভবিষ্যতেও থাকবে’।

রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ সেনাবাহিনীর এই দ্রুত সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার ব্যাপারে ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে বলেন, ‘দূর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আমরা এ সমস্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারছিলাম না। বিষয়টি রাঙ্গামাটি সেনা রিজিয়নকে অবহিতপূর্বক অনুরোধ করার পর তারা দ্রুততম সময়ে হেলিকপ্টারযোগে দূর্গম এসব এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমি এজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানায়’।

সিটিজিসান ডটকম/সিএস