পতেঙ্গায় কর্মহীন মানুষদের ত্রাণ দিলেন মহানগর যুবদল নেতা ইকবাল

আপডেট: ৩ এপ্রিল ২০২০ ১০:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ১০:০০ পিএম

করোনা প্রার্দুভাবে কারণে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় গরীব ও অসহায় লোকজনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় চাল, ডাল, তেল, আলু , লবণ , পিয়াজ , শুকনো খাবার বিতরণ সহ করোনা রোধে‌‌ জীবাণু নাশক ঔষধ ছিটানো ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পতেঙ্গা এলাকায় চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেনের নেতৃত্বে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

জানতে চাইলে ইকবাল হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে শ্রমজীবী ও কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েন। সামাজিক দুরত্ব বজায় রেখে পতেঙ্গা এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, পিয়াজ ও শুকনো খাবার সহ সবার মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই মহামারিতে পরিবার ও সমাজে বসবাস করা প্রত্যেকের তার নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এ দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে সবাই এগিয়ে আসা উচিত।

সিটিজিসান/শিশির