রাঙ্গামাটি আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ ১২ জনের দণ্ড

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪০ পূর্বাহ্ন

শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৫ এএম

নাঈম ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি: জুঁয়া খেলার আসর থেকে পার্বত্য রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকসহ ১২জনকে আটক করে অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দিনগত রাতের এগারটার দিকে জেলা সদরের বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ অভিযানে রাঙ্গামাটি জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দার পুলিশের সদস্যরা অংশ নেয়।

অভিযানে রাঙ্গামাটি শহরের ব্রাদার্স স্পোটিং ক্লাব থেকে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনসহ ১১ জন ও রাইজিং ক্লাব থেকে একজনসহ মোট ১২জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১শ’ টাকা করে মোট ১২শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে অভিযানে খবর এক কান-দুকান করে শহরে ছড়িয়ে পরতেই অন্যান্য ক্লাবেগুলো জনশূণ্য হয়ে পড়ে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।। অভিযান অব্যাহত থাকবে। প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭’র ৪ ধারায় এদের জরিমানা করা হয়।

সূত্র জানায়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে কাস্টমস্ এর একজন পরিদর্ক রয়েছেন। তবে তার নাম ও কর্মস্থল তাৎক্ষনিক জানাযায়নি।

জেএইচ/সিএস

Print This Post Print This Post