পাহাড়ে বম সম্প্রদায়ের নবান্ন উৎসব শুরু

আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৯ ৬:৪৭ অপরাহ্ন

রোববার, ৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৪ পিএম

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের বম সম্প্রদায়ের পল্লীগুলোতে এখন নবান্ন উৎসব পালিত হচ্ছে। জুমের ফসল উঠাকে কেন্দ্র করে পাহাড় এবং সম্প্রদায় এই নবান্ন উৎসব পালন করে। এই উৎসবের নাম “ত্লাইথার”। সকালে উঠে গির্জায় প্রার্থনার মাধ্যমে যীশু খ্রীষ্টকে উৎসর্গ করা হয় জুমের ফসল। পরে সমবেত প্রার্থনা করা হয় মঙ্গল কামনায়।

পাহাড়ে অন্যান্য সম্প্রদায়ের আগে বম সম্প্রদায় নবান্ন উৎসব অনেকটা আগেভাগেই পালন করে থাকে। এদিকে বান্দরবানের চিম্বুক পাহাড়ের লাইমি পাড়া, ফারুক পাড়াসহ রুমা উপজেলার বম সম্প্রদায়ের পাড়াগুলোতে নবান্ন উৎসব নিয়ে চলছে আনন্দ আয়োজন। এ উপলক্ষে শহরের কালাঘটা এলাকায় প্রেস বিটারিয়ান চার্চে রোববার সকালে প্রার্থনা সভার আয়োজন করা হয়।

সে সময় চার্চে রেভারেন্ড লাল জার লম বম ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এতে বম সম্প্রদায়ের শিশু ও নারী-পুরুষ প্রার্থনা সভায় অংশ নেন। এরপর প্রার্থনার সঙ্গীতের মাধ্যমে সবার মঙ্গল কামনা করা হয়। জুমক্ষেতে নতুন ফসল ঘরে তোলার পর পরিবারভিত্তিক সামাজিক অনুষ্ঠান নবান্ন উৎসব পালন করে থাকে বম সম্প্রদায়রা।

পরে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জুমে উৎপাদিত ভুট্টা, মারফাসহ বিভিন্ন জুম ফসল নিজেদের মধ্যে ভাগাভাগি করে খাওয়া হয়।##