অনলাইন | সিটিজিসান.কম
ঢাকা | ২০ জানুয়ারি ২০১৯, রবিবার ০৬:৩৫ পিএম |
সৌদি আরবে গৃহকর্মীর কাজ নিয়ে যাওয়া আরও ৮০ জন নির্যাতিত নারী রাতে ফিরবেন আজ। রাত ৯ টা ২০ মিনিটে এয়ার এরাবিয়ার এ৯-৫১৫ নম্বর ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।
নির্যাতিত এসব নারী সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্পে (সফর জেল) অবস্থান করছিলেন। তাদের অভিযোগ, দেশটির নিয়োগকর্তা তাদের ওপর নির্মম নির্যাতন চালাতো। এসব নির্যাতন সহ্য করতে না পেরে গৃহকর্তার বাড়ি থেকে পালিয়ে এসে ক্যাম্পে আশ্রয় নেন অসহায় এসব নারী। ইমিগ্রেশন ক্যাম্পে ফেরার অপেক্ষায় এখনো অনৈক নারী অবস্থান করছেন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post