উচ্ছেদের অভিযোগে এপিকের এমডি’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট: ৫ ডিসেম্বর ২০১৮ ২:১৬ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ০৫ ডিসেম্বর ২০১৮, বুধবার ০২:১৫ পিএম |

জোরপূবর্ক দখল নেয়ার অভিযোগে চট্টগ্রামে এপিক প্রোপর্টিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সুফিয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার (৫ ডিসেম্বর) মহানগর ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই আদেশ জারি করা হয় বলে জানিয়েছেন বাদির আইনজীবী মোস্তফা মুহাম্মদ এমরান।

এর আগে, এই মামলায় জামিন পেয়েছেন-এপিকের চেয়ারম্যান এসএম লোকমান কবির, পরিচালক মো. আনোয়ার হোসেন ও প্রজেক্ট পরিচালক মো. সোলায়মান।

মামলা সুত্রে জানা যায়, সিএমপির পাঁচলাইশ থানাধীন কেবি ফজলুল কাদের রোডে এপিক প্রপার্টিজের একটি প্রকল্প থেকে দোকান কেনেন শওকত আলম নামে এক ব্যবসায়ী। ব্যবসা করার একপর্যায়ে আসামীরা জোরপূবর্ক তার দোকান উচ্ছেদের চেষ্টা চালায়। গত ২২ অক্টোবর শওকত আদালতে গিয়ে ওই প্রতিষ্ঠানের এমডি আবু সুফিয়ানসহ বেশ কয়েজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

বাদির আইনজীবী মোস্তফা মুহাম্মদ এমরান জানান, এর আগে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। আজ ব্ধুবার (৫ ডিসেম্বর) তিন আসামি আদালতে হাজির হলেও আবু সুফিয়ান না আসায় পরে শুনানী শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

সিএস/সিএম/এসআইজে