স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম: তথ্য প্রযুক্তি অাইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অামীর খসরু মাহমুদ চৌধুরীকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন চট্টগ্রামের একটি অাদালত।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) মহানগর হাকিম শফি উদ্দিনের অাদালতে রাষ্ট্রপক্ষের দুই দিন রিমান্ড অাবেদন করেন। শুনানী শেষে একদিনের রিমান্ড মঞ্জর করে আদালত। অাগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের অান্দোলনে উস্কানির অভিযোগে মহানগর ছাত্রলীগ নেতার কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় অাসামি অামীর খসরু মাহমুদ চৌধুরীকে অাদালতে হাজির করে ২ দিন রিমান্ড অাবেদন করা হয়।
সিএস/সিএম/এসআইজে