মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ১১:১৩ পূর্বাহ্ন

করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো অপর ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক মো. জাহাঙ্গীর আলম (৩৫) ও সহকারী আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়া (৩৫)। আহত হয়েছেন বেদারুল (৪০)।

জাহাঙ্গীর আলমের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এবং আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়ার বাড়ি নওগাঁর মকিমপুর এলাকায়। বেদারুলের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রামগামী একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১৮-৬৪৭০) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে (চট্টমেট্রো-ট-১১-৩৪৫১) পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের ভেতর আটকা পড়েন তিনজন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়।

সিএস/সিএম/এসআইজে