সাতকানিয়ায় অগ্নিকান্ডে পুড়ল ২৬টি ঘর , ক্ষতি ১২ লাখ টাকা

আপডেট: ১৫ এপ্রিল ২০১৮ ১১:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম, সিটিজিসান : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব গাটিয়াডেঙ্গা পাড়ায় রান্নার চুলার থেকে আগুন লেগে ২৬টি বসতঘর পুড়ে গেছে। শনিবার (১৪ এপ্রিল) রাত দেড়টার দিকে এ অাগুন লাগার ঘটনা ঘটে।

এবিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন জানান, সাতকানিয়া ফায়ার স্টেশন থেকে আট কিলোমিটার দূরে গাটিয়াডেঙ্গার একটি পাড়ায় আগুন লাগার খবর পেয়ে একটি গাড়ি পাঠানো হয়। তারা ভোররাত ৩টা ৫০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ২৬ মালিকের বিভিন্ন পরিমাপের ২৬টি কাঁচা, আধাপাকা ও সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। এতে ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন।