মিয়ানমারে গুলিবিদ্ধ আরও ৩ রোহিঙ্গা চমেকে

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১২:২০ অপরাহ্ন

চট্টগ্রাম : মিয়ানমারে সহিংস ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নারীসহ আরও ৩ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার রাতে চমেক হাসপাতালে ভর্তি হন তারা।

আহতরা হলেন, আবুল কাশেম (৮০) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু এলাকার আনু মিয়ার ছেলে। একই এলাকার মো. ইউনুসের স্ত্রী তাছলিমা (৩০)। মো. আব্দুল্লাহ ( ২২)। একই এলাকার ছেলে। মো. আব্দুল মালেকের ছেলে।

বর্তমানে চট্টগ্রাম মেডেকেল কলেজ হাসপাতালে ২৫ ও ২৬ ওয়ার্ডে চিকিৎসা চলছে বলে জানান চমেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম।