ফেসবুক বন্ধ করছে না সরকার

আপডেট: ৪ এপ্রিল ২০১৭ ৫:০৮ অপরাহ্ন

tarona

অনলাইন ডেস্ক :: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ফেসবুক দিনের কোনো ঘণ্টার জন্যই বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন। ডিজিটাল বাংলাদেশের মূল চেতনায় আঘাত করে এরকম কোনো সিদ্ধান্ত সরকার নেবে না বলে জানান তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ের এক সভায় এসব কথা বলেন তিনি ।

এর আগে রাত বারোটার পর থেকে ভোর ছয়টা পর্যন্ত সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ রাখতে যথাযথ পদক্ষেপ নিতে টেলিযোগযোগ বিভাগকে অনুরোধ করোছলো মন্ত্রিপরিষদ বিভাগ।

উল্লেখ্য গত বছর জুলাই মাসে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের সম্মেলনের সময় জেলা প্রশাসকদের মধ্যে একজন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাত জেগে ফেসবুক ব্যবহার করার ক্ষতিকর দিক নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রস্তাব করেন রাত ১২ টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ করা যায় কিনা। সেই বৈঠকের সূত্র ধরে গত ২৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে একটি চিঠি পাঠায়।

ফেসবুক বন্ধ হচ্ছে এমন গুজব থেকে কাল সকাল থেকেই ফেসবুকে সরব দেখা যায় বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া।সারাদিন চলে এমন সমালোচনার ঝড়।তবে বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আড়াই কোটি।

সিটিজিসান.কম/রবি