আরও ৫টি টেলিভিশন চ্যানেল অনুমোদন

আপডেট: ২১ জানুয়ারী ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ন

0-16

অনলাইন ডেস্ক :: নতুন করে আরো ৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে দেশে অনুমতিপ্রাপ্ত চ্যানেলের সংখ্যা দাঁড়াল ৪৩। এর মধ্যে ২৬টি চালু আছে।

নতুন করে যারা চ্যানেল প্রাপ্ত হয়েছেন তাদের তালিকায় একজন মন্ত্রী, একজন সংসদ সদস্যসহ সরকার সমর্থক ব্যক্তিরা আছেন।

পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমোদন পেয়েছে নোয়াখালী-৩ আসনের এমপি মো. মামুনুর রশীদ কিরণের গ্লোবাল টিভি, প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের পুত্র দ্বিতীয় সৈয়দ হকের আমার টিভি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের খেলা টিভি।

বাকি দুটি চ্যানেলের অনুমোদন দেয়া হলেও প্রজ্ঞাপন জারি করা হয়নি। এই দুটির মালিক দুজন সাংবাদিক।

সিটিজিসান.কম/রবি