চবি ভর্তি জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

আপডেট: ২৭ অক্টোবর ২০১৭ ৩:২৮ অপরাহ্ন

cu

চট্টগ্রাম :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরীর বাদুরতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয় আধুনিক ডিভাইস ও বিশেষ কলম।

পুলিশ জানায়, গত বুধবার ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজমুল কবির নামে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে, গতরাতে অভিযান চালিয়ে মার্কেটিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইশতিয়াককে আটক করা হয়।

ইশতিয়াক ২০১৪ সাল থেকে সংঘবদ্ধ ভর্তি জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। চক্রের সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এক পরীক্ষার্থীকেও।

এ ঘটনায় নগরীর বায়জিদ থানায় একটি মামলা করেছে পুলিশ। পরে আটককৃতদের গ্রেফতার দেখানো হয়।

Print This Post Print This Post