‘চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিন’

আপডেট: ১০ জানুয়ারী ২০১৮ ১:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্রকারী আন্তর্জাতিক মাফিয়া চক্রের এজেন্টদের কালো হাত রক্ষা করার জন্য আহ্বান ‍জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার বিকেলে নগরীর পাহাড়তলী থানা আওয়ামী লীগ আয়োজিত প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় তিনি একথা জানান।

মহিউদ্দিনের সন্তান নওফেল বলেন, আন্তর্জাতিক মাফিয়া চক্রের এদেশীয় এজেন্টরা চট্টগ্রাম বন্দরকে গ্রাস কররতে চায়। এরা অবৈধ অস্ত্র ও মাদক আমদানির হোতা। তারা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতকে ছিনতাই করতে তৎপর। এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত লড়াই এখন সময়ের দাবি। এদের কালো হাত ভেঙে দিতে হবে।

নগরীর অলঙ্কার মোড়ে আয়োজিত এই সভায় নওফেল আরও বলেন, আমার বাবা চট্টগ্রাম বন্দরের স্বার্থ রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। বন্দর রক্ষায়, শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় আমিও আমার বাবার মতো সোচ্চার থাকব।

শোকসভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, মহিউদ্দিন ভাইয়ের স্বপ্ন বাস্তবায়নে সিটি করপোরেশন অনেক সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন অব্যাহত রেখেছে। নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যারা খাল-নদী দখল করেছেন তারা যতই প্রভাবশালী হোন না কেন, তাদের ছাড় দেওয়া হবে না।

পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়ার সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও খোরশেদ আলম সুজন, কাউন্সিলর নেছার আহমেদ মনজু, মোরশেদ আখতার চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

Print This Post Print This Post