কে গুম ও খুন হচ্ছে প্রধানমন্ত্রী সবই জানেন: এরশাদ

আপডেট: ৭ এপ্রিল ২০১৮ ১১:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশে কখন কে গুম হচ্ছে আর খুন হচ্ছে আল্লাহ ছাড়া তা কেউ জানে না। তবে এ দেশের প্রধানমন্ত্রী সব জানেন।

শনিবার (৭ মার্চ) বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সম্মিলিত জাতীয় জোট আয়োজিত মহা সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন, দেশে আগে মহাসড়কের উন্নয়ন হতো। এখন উন্নয়নের মহাসড়ক দুর্নীতির মহাসড়কে পরিণত হয়েছে। দুর্নীতির মহাসড়কে এখন শুধু খাল-বিল কেন? এই মহাসড়কে আমরা হাবুডুবু খাচ্ছি। ঢাকা থেকে রংপুর যেতে এখন সময় লাগে ১৫ ঘন্টা।

দেশের মানুষ পরিবর্তন চায় দাবি করে এরশাদ বলেন, ‘আমরা একক সরকার চাই না। সব একজনের কথায় চলছে। দেশে কোন নিরাপত্তা নেই। এখন তো নির্বাচন হয় না, সীল মারে। তাই নির্বাচন কেন্দ্র পাহারা দিতে হবে। আমাদের প্রস্তুত থাকতে হবে।’

তিনি বলেন, সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন পদ্ধতি সংঙ্কার করতে হবে। সুষ্ঠ নির্বাচন হলে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ট আসনে জয় লাভ করে সরকার গঠন করবে।

বাংলাদেশের মত ব্যাংক ডাকাতি বিশে^র আর কোথাও হয় নাই জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে বলা হতো ব্যাংকের টাকা নেওয়ার কেউ নাই। এখন বলা হচ্ছে ব্যাংকে টাকা নাই। কোথায় গেল এই টাকা?

কৃষককে ব্যাংকের টাকা দিতে না পারলে তখন জেলে যেতে হত। আর এদের যেতে হয় না কেন? প্যারাডাইস পেপারস এদের নাম আসে। এদের তো বিচার হয়না। কৃষকের বিচার হয়।

সম্মিলিত জাতীয় জোটের শীর্ষনেতা ও ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে সমাবেশে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি প্র্রমুখ জনসভায় বক্তব্য রাখেন।

Print This Post Print This Post