অবৈধ হাটে অভিযান চসিকের, জব্দ করা মাছ এতিমখানায়

আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ১০:২৫ পূর্বাহ্ন

ctg

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন সোমবার সকাল সাড়ে আটটার দিকে ফিশারিঘাটে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞ‍া অমান্য করে রাস্তার ওপর বসানো মাছের হাটে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

তিনি জানান, বার বার সতর্ক করার পরও চসিকের রাস্তার ওপর বাজার বসিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় অভিযান চালানো হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের ১৩৩৬ কেজি মাছ জব্দ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে বড় চিংড়ি ৪৫ কেজি, ছোট চিংড়ি ১৯০ কেজি, লইট্টা ৮২০ কেজি, তেলাপিয়া ৬৪ কেজি, গ্রাসকার্প ৪৩ কেজি, সরপুঁটি ২০ কেজি, কার্প ২৪ কেজি, রুই ৬০ কেজি, বাটা মাছ ৬০ কেজি, কাচকি ১০ কেজি।

মাছগুলো কদম মোবারক এতিমখানাসহ বিভিন্ন এতিমখানায় বিলি করা হচ্ছে বলে জানান জাহানারা ফেরদৌস।

Print This Post Print This Post