পুরো বিশ্বকে পদানত করতে চায় ট্রাম্প: উ.কোরিয়া

আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৭ ১:৫৩ অপরাহ্ন

9

অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি ও মহড়া। আর তারই জের ধরে এবার উত্তর কোরিয়া অভিযোগ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প পুরো বিশ্বকে তাদের পদানত করতে চায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে মন্ত্রণালয়টির একজন মুখপাত্র বলেন, ওয়াশিংটন চাইছে উত্তর কোরিয়ার শ্বাসরোধ করে দেশটিকে দমন করতে। আধিপত্য বিস্তারের জন্য কোরীয় উপদ্বীপকে একটি আউটপোস্ট বানাতে চায় ওয়াশিংটন।

তিনি আরও বলেন, সম্প্রতি ট্রাম্প প্রশাসন যে নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের রূপরেখা তৈরি করেছে, সেটি একটি অপকর্মের দলিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা কৌশল আসলে ‘কিছুই না, তবে এটি আগ্রাসনের একটি ঘোষণা’।

এর আগে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি যে হুমকি তৈরি করেছে, যুক্তরাষ্ট্রকে তার মোকাবেলা করতে হবে। অন্যদিকে উত্তর কোরিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করতে চাচ্ছে। সূত্র: বিবিসি

Print This Post Print This Post