সীতাকুণ্ডে শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ৯:২৭ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট । সিটিজিসান.কম

চট্টগ্রাম । ১৫ নভেম্বর ২০১৮, বৃস্পতিবার, ০৯:২০ পিএম ।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১১টি মামলার আসামী সোহরাব হোসেন সোহেল (২৮) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার ১০ নম্বর জঙ্গল সলিমপুর ছিন্নমুল এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি মো. দেলোয়ার হোসেন।

সোহেল উপজেলা সলিমপুর এলাকার ২ নম্বর সমাজের মালিপাড়ার মো. সুফিয়ানের ছেলে।

ওসি বলেন, আজ বেলা ১১টার দিকে চাঁদাবাজি করার সময়ে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই চাঁদাবাজ সোহরাব হোসেন সোহেল গ্রেপ্তার করে। সে দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ করে আসছে। সোহেলের বিরুদ্ধে মহানগরের কয়েকটা থানাসহ সীতাকুণ্ড থানায় মোট ১১টি মামলা রয়েছে।

সোহেল’র কাছ থেকে দুইটি কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান ওসি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post