রাউজানে ধানের বাম্পার ফলন

আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ১০:৫৩ পূর্বাহ্ন

raozan-dhan-kata-pic-2

রাউজান করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাউজানে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান পাকতে শুরু করলেও কোথাও কোথাও ধান কাটতে ব্যস্ত সময় পার করছে এখানকার কৃষকরা।

তবে যারা প্রথম দিকে ধান চারা রোপন করেছেন তারাই মূলত ধান কেটে ঘরে তুলছেন। আগামী ১৫-২০ দিনের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে বলে জানিয়েছেন কৃষকরা।

জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় উফসী ১১ হাজার ৭৫ হেক্টর ও স্থানীয় ২৩৫ হেক্টরসহ মোট ১১ হাজার ৩শ’ ১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনকুলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে।

কৃষকরা সিটিজিসান.কমকে জানান, চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ পাকা ধানে কৃষকদের মুখে হাসি ফুটেছে। উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর থেকে কৃষকদের প্রয়োজনীয় সহযোগীতা দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সকাল থেকে কৃষকরা ধনা কাটতে শুরু করেছে। তারা খুব আনন্দিত কোন এবার ফসল ঘরে তুলতে পেরে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post