দুবাইতে গাড়ি চালিয়ে সম্মাননা পেলেন চট্টগ্রামের সন্তান

আপডেট: ৪ ডিসেম্বর ২০১৮ ৮:৪০ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০৪ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার ০৮:৪০ পিএম |

আবারও বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরলো প্রবাসী বাংলাদেশি গাড়ি চালক মোহাম্মদ হাসান মুরাদ। দীর্ঘ ১১ বছর ধরে এই পেশায় চালিয়ে যাচ্ছেন আরব আমিরাতের দুবাইতে। মুরাদের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

দুবাইতে গাড়ি চলাকালে কখনো জরিমানা গুনতে হয়নি। দুবাই ট্রাফিক জরিফে আইন মেনে ১১ বছর গাড়ি চালানোর বিরল গৌরবটি উঠে আসে। যেখানে কেউ কোন না কোনভাবে ট্রাফিক আইন অমান্য করার দায়ে জরিমানা গুনতে হয়েছে।

জানা যায়, দুবাইতে অবস্থারত বাংলাদেশি নাগরিক হিসেবে হাসান মুরাদের এগারো বছরের গাড়ি চালানোর মত চ্যালেন্জিং পেশায় থেকে কোন ধরনের আইন অমান্য না করায় মুরাদের ইতিবাচক রিপোর্ট পেয়ে অভিভূত হন দুবাই ট্রাফিক বিভাগ। এই প্রেক্ষিতে দুবাই সরকার হাসান মুরাদকে গোল্ডেন এওয়ার্ড পুরুস্কারে ভূষিত করেন। দুবাই সরকারের উর্ধত্বন কর্মকর্তারা হাসান মুরাদের হাতে এই অসামান্য সম্মানাটি তুলে দেয়।

হাসান মুরাদ জানান, আমি ধন্যবাদ জানাচ্ছি দুবাই সরকারকে। সেই সাথে মাতৃভূমির জন্য এমন গৌরবান্বিত সম্মান নিয়ে আসতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে। আমার অজর্ন যেন প্রত্যেক বাংলাদেশি করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post