চট্টগ্রামের ডিসির সতর্ক বার্তা

আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ৯:০৪ পূর্বাহ্ন

রোববার, ৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৩ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, জেলার আইন শৃংখলা পরিস্থিতি অন্যান্য মাসের চেয়ে অনেক ভালো থাকলেও গরু চুরি, অবৈধ বালি উত্তোলন ও ব্যাটারী চালিত রিক্সা চলাচল, সড়কে যত্রতত্র গাড়ী পার্কিং, রাস্তা দখল করে দোকান নির্মানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা তৈরি বন্ধ নেই। এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে সড়ক ও নৌ-পথে মাদক পাচার অব্যহত রেখেছে। কেন্দ্রীয় কারাগারে আসামীদের সঙ্গে দেখা করতে গিয়ে মাদক ঢুকাচ্ছে। সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

রোববার (০৮ সেপ্টেম্বর) জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডিসি।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সে সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার (এসপি) নুরেআলম মিনা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন, কোস্টগার্ড প্রতিনিধি লেফটেন্যান্ট মো. নাঈমুল হক, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরীসহ আরও অনেকে। ##

Print This Post Print This Post