কক্সবাজারে এনজিওর গাড়ি থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ২:১৪ অপরাহ্ন

করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

কক্সবাজার | ০৬ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ০২:১৫ পিএম |

কক্সবাজারের টেকনাফে উপজেলায় একটি বিদেশি এনজিওর গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব।

এ সময় চালক মীর কাশেম (৩০)নামের এক যুবককে আটক করা হয়। তিনি মাইক্রোবাস দিয়ে ইয়াবা পাচার করছিল জানিয়েছেন র‍্যাব এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদি হাসান।

মেহেদি হাসান বলেন- মঙ্গলবার (৬ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলেজপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। এসময় ডিসিএ (এক্টালাইয়েন্স) নামে একটি বিদেশি এনজিওর স্টিকারযুক্ত মাইক্রোবাস তল্লাশি করে ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় চালক ও গাড়ি আটক করা হয়েছে বলে জানান তিনি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post