চবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের সদস্য গ্রেফতার

আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ৫:০০ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আগের দিনই নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তিনটি ছোট ডিভাইস সহ জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকালে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নাজমুলের বিস্তারিত পরিচয় পুলিশ জানাতে পারেনি। তবে এই চক্রের আরও কয়েজনকে খুঁজছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী ওসি মো. মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি করতে প্রস্তুতি নেওয়া এমন এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। নাজমুল নামে ওই শিক্ষার্থীর কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির সময় জব্দ হওয়া ছোট ছোট তিনটি ডিভাইস পাওয়া গেছে। এই চক্রের আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে।

প্রসঙ্গ, কাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে দেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের চার ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এই পরীক্ষা।

Print This Post Print This Post