চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ৫:৫২ অপরাহ্ন

করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পাস ৪৪ দশমিক ৪৫ শতাংশ অর্থাৎ প্রায় ৫৬ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছেন।

রোববার দুপুরে এই ফলা ওয়েবসাইটের মাধ্যমে ঘোষনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী।

তিনি বলেন, বি ইউনিটে ১ হাজার ৬০০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৭ হাজার ৫০০ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১২ হাজার ২২০ জন অর্থাৎ শতকরা ৪৪ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীরা ৪ নভেম্বর হতে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন বলেও জানান তিনি।

পরীক্ষার বিস্তারিত ফলাফল ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) জানা যাবে।

শনিবার ‘বি’ ইউনিটের ২০০০০১ থেকে ২১৫৮৯৫ রোল নম্বরের প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা ১৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

দুপুর ২টা ১৫ মিনিটে একই ইউনিটের ২১৫৮৯৬ থেকে ২৩১৭৯০ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই ইউনিটে এক হাজার ৬০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৩১ হাজার ৭৯০টি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post